সাভারে কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস

রাজধানীর অদূরে সাভারে বহুতল ভবন ‘অগ্নি নিরাপদ’ কিনা তা চিহিৃত করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

এসময় বেশ কয়েকটি ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহিৃত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের তালবাগ এলাকার বিভিন্ন বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করেন সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিটন আহমেদ।

এসময় গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের নির্দেশে আজ সাভারের বিভিন্ন অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ সে গুলোকে চিহ্নিত করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবন মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

স্থানীয়রা জানান, সাভার ও আশুলিয়ায় অনেক ‘অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, সেই ভবন গুলোতে আগুন লাগলে অনেক মানুষের ক্ষতি হতে পারে। ফায়ার সার্ভিসের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর