নীলফামারীতে ৬শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরন

নীলফামারীর ডিমলায় চলতি খরিপ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরন করা হয়।

বৃহঃবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০ টি ইউনিয়নের ৬শ জন কৃষকের মাঝে ৫কেজি করে আউশ বীজ, ১৫কেজি ডিএপি সার, ১০কেজি করে এমওপি সার বিতরন করা হয়েছে।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, নীলফামারী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহম্মদ মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর