মুরাদনগরে সংসদ সদস্যের সাথে কৃষকদের মতবিনিময়

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি ব্যবস্থাকে কৃষক বান্ধবে করণীয় বিষয়ে সংসদ সদস্যের সাথে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দ্বিতীয়বারের মতসংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএকে সংবর্ধণা প্রদান করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

পরে প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ এবং উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক দিলিপ কুমার অধিকারী, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছাত্তার।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাজহারুল আনোয়ারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, নবাগত সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা কবির আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মুস্তফা, বিএডিসি সহকারি প্রকৌশলী জাহিদুল ইসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী কামাল আকবর, সুফি আহাম্মদ, মোশাররফ হোসেন, তোফায়েল আহম্মদ, কাজী ইসমাইল, মুরাদনগর থানা কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন আনোয়ার, বাঙ্গরাবাজার থানা কৃষক লীগের আহ্বায়ক আবু মুছা আল কবির প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর