রাজধানীর অদূরে ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। উপজেলার বাথুলিতে ট্রাকে পিষ্ট হয়ে মো. হেলাল উদ্দিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
বুধবার (৩ এপ্রিল) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলির ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ হেলাল উদ্দিন ধামরাইয়ের বালিথা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ মোঃ লুৎফর রহমান জানান, মোঃ হেলাল উদ্দিন মটর সাইকেলে ঢাকার উদ্দেশ্যে যাবার সময় বাথুলি এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা নির্মাণ কাজে ব্যবহৃত হওয়া একটি রেডিমিক্সের ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘাতক গাড়িটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।