শেরপুরে শারদ সাময়িকী মহার্ঘের প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজার আনন্দের সাথে ভিন্নমাত্রা যোগ করতে উপলক্ষে বগুড়ার শেরপুরে শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী মহার্ঘ এর ১১ বছর পূর্তি প্রকাশনা উৎসব ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শারদ সাময়িকী মহার্ঘের সম্পাদক সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, উপজেলা বাহ্মণ সংসদের সভাপতি ও পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, প্রনয় মৈত্র ভজন।

এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সহ-সভাপতি নাহিদ হাসান রবিন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, শামীম সরকার বিদ্যুৎ, এজেড হীরা, শুভ কুন্ডু, শরীফ উদ্দিন সাকিদার, নাজমুল হুদা নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শারদীয় সাহিত্য সাময়িকী মহার্ঘের ১১ বছর পূর্তি সংখ্যার মোড়ক উম্মোচন করেন। প্রকাশিত নান্দনিক শারদ সংখ্যাটি দুর্গাপূজার আনন্দের সাথে ভিন্নমাত্রা যোগ করেছে বলে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর