মামলা-পরিবারের খরচ দিতে হবে বুয়েট প্রশাসনকে

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা চলাকালীন সব খরচ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে। এ ছাড়াও পরিবারের সব খরচ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে বলেও দাবি তুলেছেন ফুঁসে ওঠা শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গণমাধ্যমের সামনে এ দাবি তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বুয়েটে রাজনৈতিক সংগঠন, ছাত্র সংঘঠন যা আছে তা চলবে না। রাজনৈতিক রঙে এত এত মানুষ খুন করছে তা বন্ধ করতে হবে।

রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর