টেকনাফে ২৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার রাতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, রোহিঙ্গারা দালালদের সাহায্যে উপজেলার সাবরাং ইউপির কাটাবুনিয়া খালের মুখ দিয়ে গ্রুপটি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এছাড়া সদর ইউপির মহেশখালীয়া পাড়া থেকে ১৩ জনকে আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া জড়িত দালালদের ধরতে অভিযান চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর