রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ড. আনোয়ার খান এমপি

লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ৮ কিলোমিটার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে সড়কটি আগামী তিন মাসের মধ্যে সম্পুর্ণ হওয়ার কথা রয়েছে।

সোমবার বিকেলে রামগঞ্জ পুলিশবক্সের সামনে সড়কটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহ-সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, করপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক মজিব,৪নং ইছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্যা, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ মঞ্জুরুল হক ফারুক, বিআরডিবিএ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এসএম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ন আহবায়ক আলী মর্তুজা বাবু, পৌর স্বেচ্ছাসেকলীগের যুগ্ন আহবায়ক মোঃ মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অপু মাল,আশরাফ রাজু,সাবেক সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল বি এস সি প্রমূখ।

এর পর সন্ধ্যা ৬টায় তিনি রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর