পুজামন্ডপ পরিদর্শনে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ

এ বছর মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১২ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সিরাজদিখানের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করতে আসেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

সোমবার বেলা সাড়ে ১১ টায় সন্তোষপাড়ার ২ টি মন্ডপ ও শেখরনগরের ১ টি মন্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক খোজ খবর নেন। অন্যদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) উপজেলার ৩টি ইউনিয়নের ৩ টি মন্ডপ পরিদর্শণ করেন।

রবিবার দিবাগত রাত ১০ টায় মালখানগর ইউনিয়নের তালতলা বাজার লক্ষ্মী কালী মন্দির। রাত ৮ টায় রশুনিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, রাত ৯টায় জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া মন্ডপ পরিদর্শণ করেন তিনি।

তালতলা বাজার মন্দির পরিদর্শণ কালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. ফরিদ উদ্দিন সহ আরো অনেকে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর