৬ মাসের জেলের সার্টিফিকেট নিয়ে বিশ্রামের সুযোগ পেল সম্রাট

সম্রাটকে কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগটা কি? পত্রিকায় পড়লাম ‘ক্যাঙ্গারুর চামড়া’ রাখার দায়ে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। ‘ক্যাঙ্গারুর চামড়া’ রাখা মারাত্মক অপরাধ বটে! এতোই মারাত্মক যে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে শাস্তি দেয়া হয়েছে। সঙ্গে বিদেশি মদ থাকায়ও নাকি তার ৬ মাসের জেল হয়েছে। তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ আছে বলে খবরের কোথাও দেখলাম না।

সম্রাটকে কিন্তু কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভবত কোনও প্রয়োজন নেই। (সম্রাটকে ঘিরে নানা ‘কাহিনী’ প্রকাশের সুযোগটা মিডিয়াকে তা হলে দেওয়া হচ্ছে না!)।

ছয় মাসের জেলের সার্টিফিকেট নিয়ে আপাতত বিশ্রামের একটা সুযোগ পেল সম্রাট। এভাবে পালিয়ে পালিয়ে থাকা কি ‘সম্রাটের’ শোভা পায়! তাছাড়া, সরকারকেও সবাই গালমন্দ করে। তার চেয়ে কেন্দ্রীয় কারাগারে আরাম আয়েশে ছয় মাস কাটানোটা খারাপ কি!
(ফেসবুক থেকে সংগৃহীত)

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর