পটুয়াখালীতে জাগ্রত জনতার সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সময়োপযোগী দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় সমর্থন জানিয়ে জাগ্রত জনতার ব্যানারে পটুয়াখালীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জাগ্রত জনতা পটুয়াখালীর ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন হাতে শত শত জনতার অংশগ্রহনে দুই ঘন্টার অধিক সময় পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিস্ট লেখক সাহিত্যিক রাধে শ্যাম দেবনাথ, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিশিস্ট আবৃতিকার মোঃ শাহজাহান খান, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, বিশিস্ট সাংস্কৃতিব ব্যত্তিত্ব মোজাম্মেল হোসেন এমা, মুক্তিযোদ্ধার সন্তান কাজী দেলোয়ার হোসেন দিলিপ, জাকির মাহমুদ সেলিম, যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব, ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম, পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মোঃ রায়হান, উদ্যমী যুব সংসদের সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও লুটপাটের বিরোধী অভিযান সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর এ দুর্নীতি বিরোধী অভিযানে সর্বাত্মকভাবে সমর্থন ও সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারাসহ মানববন্ধনে অংশগ্রহনকারী শত শত মানুষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর