বাকৃবিতে ভূমিকম্প প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের পরিচালনায় এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিষয়ক সেশন ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে ওই মহড়া ও সেশনের আয়োজন করা হয়। এ মহড়ায় ১০০ জন রোভার শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করে।

মহড়ায় প্রশিক্ষক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম। এছাড়া উপস্থিত ছিলেন রোভার লিডার ড. জহিরুল আলম এবং শাহ ফসিউল্লাহ অপুসহ অন্যান্য রোভারবৃন্দ।

এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মো. মোয়াজ্জেম বলেন, ময়মনসিংহ জেলা ভূমিকম্প প্রবণ এলাকা। এ ধরণের প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক তৈরি হচ্ছে। যারা দূর্যোগ পরবর্তী সময়ে সহায়ক ভূমিকা পালন করবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর