সরিষাবাড়ীতে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ইরি-বোরো ধান, গম, শাকসবজি ক্ষেতের ও আম লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফলে এ উপজেলার কৃষকেরা হতাশ হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে হওয়া ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে এ ক্ষতি হয়।

এ ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে শিলের আঘাতে ধান গাছ থেকে ধানের মোচা (শিশ) ভেঙ্গে গেছে। যার কারনে এবছর ধানের ভালো ফলন হবে না।

আমের মুকুল, লিচুর মুকুল ও ছোট ছোট আম-লিচু ঝড়ে পড়ে গেছে। এছাড়া ইরি-বোরো, ডাল, কলা, তিল, ভুট্টা, বেগুন, গম শাকসবজি ক্ষেত সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে এবং শতাধিক ছোট-বড় গাছ ভেঙ্গে পড়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর