ইবির লোকপ্রশাসন বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগে “তৃতীয় বিভাগ সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থার সমীক্ষা” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় লোক প্রশাসন বিভাগের নিজস্ব লাইব্রেরীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নাসিম বানু।

উক্ত সেমিনারে বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে একই বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মোর্ত্তজা আলী তার পিএইচডি গাবেষণার ‘তথ্য বিশ্লেষণ,মূখ্য আবিষ্কার ও সুপারিশ’ বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মোঃ সেলিম।

এসময় সেমিনারে অনেকের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা,অধ্যাপক মোঃ মামুন,ড. কাজী মোস্তফা আরিফ,লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান,অধ্যাপক মোঃ গিয়াস উদ্দীন,সহযোগী অধ্যাপক ড. মোঃ লুতফর রহমান,ড. মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর