জনসনে র বেবি শ্যাম্পুতে ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্ব

ভারতের রাজস্থানে বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশুপণ্য প্রস্ততকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পুতে ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। রাজস্থানের রাজ্য মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানায়, সম্প্রতি জনসন অ্যান্ড জনসন-এর ‘নো মোর টিয়ার্স’ বেবি শ্যাম্পুর দু’টি ব্যাচের পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালায় তারা।

পণ্যগুলো হিমাচল প্রদেশে জনসন অ্যান্ড জনসনের কারখানায় তৈরি করা হয়। রাজ্য মাদক নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র জানান, পরীক্ষিত নমুনায় ক্ষতিকারক ফরম্যালডিহাইড পাওয়া গেছে। যা মানবদেহে ক্যানসারের দানা বাঁধতে সাহায্য করে। এর পরপরই রাজস্থান কর্তৃপক্ষ জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয়।

এর আগে মার্চের শুরুর দিকে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্ষতিকর অ্যাসবেস্টস থাকার অভিযোগ ওঠে। তবে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর