১০ রোহিঙ্গাকে পুলিশে দিল স্থানীয়রা

কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। আটকের পর পুলিশের কাছে সোপর্দ রোহিঙ্গাদের। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- দালাল ইয়ামিন আরমান, সেলিম উল্লাহ, দিল মোহাম্মদ (৫৫), জাফর আলম (২৬), মোহাম্মদ হোসন (২৫) মোহাম্মদ রফিক (১৯), আসমা (৯), শফি আলম (২০), হাশেম উল্লাহ (১৫) ও মো. মিজান।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে অনেক রোহিঙ্গা বিভিন্নভাবে বসবাসের চেষ্টা শুরু করছে। এমন একটি খবর সম্প্রতি তাদের কাছে আসে। পরে স্থানীয়রা তাদের পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর