জুমার দিনে করণীয়

জুমার দিন গরিবের হজের দিন। এদিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আমাদের দেশে সাধারণত এদিনে সব ধরনের অফিস আদালত বন্ধ থাকে। মুসলমান দিনের জুমার নামাজে প্রস্তুতি নিয়ে থাকে। এ দিনে মুমিন-মুসলমানের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে যা পালন করা আবশ্যক কর্তব্য। আসুন জেনে নিই জুমার দিনের আমলগুলো কী কী-

১. জুমার দিন মসজিদে যাওয়ার পূর্বে গোসল করা;
২. উত্তম পোশাক পরিধান করা;
৩. সুগন্ধি ব্যবহার করা;
৪. জুমার নামাজ আদায়ের জন্য মসিজদে যাওয়া;
৫. কারো ঘাড় টপকিয়ে সামনে না যাওয়া;
৬. মহান আল্লাহর নির্ধারিত সালাত আদায় করে ইমামের খুতবা বা বক্তব্য শ্রবণ করা;
৭. খুতবা বা বক্তব্য চলাকালীন নীরবতা পালন করা;
৮. বিশেষ করে ছানি খুতবায় ইমামের সঙ্গে দোয়ার সময় আমিন আমিন বলা;
৯. জুমার দিন সুরায়ে কাহাফ পুরোপুরি তেলাওয়াত করা;
১০. জুমার নামাজের পূর্বেই চুল, গোফ, নক কেটে পরিস্কার পরিচ্ছন্ন হওয়া।

যারা এ কাজগুলো সুন্দরভাবে পালন করবে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যাবতীয় গুনাহের কাফফার হয়ে যাবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরো তিন দিনের গুনাহ কাফফার হয়ে যাবে। কেননা নেক কাজের ছওয়াব দশগুণ হয়। আল্লাহ আমাদের জুমার দিনের কাজগুলো যথাযথ পালনে তাওফিক দান করুন। আমিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর