নওগাঁয় শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস পালিত

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার সরকার, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ এবং চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর