পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন, হাতেনাতে আটক ১

বগুড়ার নন্দীগ্রামে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিভিন্ন জাতের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ বোতল গ্যাস ট্যাবলেটসহ আফতাব আলী নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রামে এ ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী দুলাল হোসেন জানিয়েছেন, এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রামের দুলাল হোসেন, ইমান আলী ও ফিরোজ আহম্মেদ ওই গ্রামের মসজিদের ১০ বিঘা পরিমাণের একটি পুকুর চার লাখ টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একই গ্রামের আফতাব আলী ও তার ভাই পলাশ মিয়া দলবল নিয়ে ওই পুকুরে গ্যাস ট্যাবলেট দিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুকুর পাড় থেকে আফতাব আলীকে পাঁচ বোতল গ্যাস ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় পলাশ মিয়াসহ অন্যরা পালিয়ে যায়।

মাছ চাষী ইমান আলী জানান, শত্রুতামূলক ভাবে পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। আমাদের এ অপূরণীয় ক্ষতির জন্য পুলিশের সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর