রায়গঞ্জে আদর্শ গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ভূমিহীন সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমানের নিকট মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভিযোগের ঠিক ৩০ মিনিট পর দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমান নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইব্রাহিম আহমেদ এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পুলিশ ফোর্স ও রায়গঞ্জ থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযানকারি দল নিয়ে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া প্রামানিক পাড়া আদর্শ গ্রামে অভিযান চালিয়ে ২ জন গাঁজা ব্যবসায়ীর নিকট থেকে ১৩’শ গ্রাম গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার ধানগড়া আদর্শগ্রাম প্রামানিক পাড়ার মো. বেলাল সেখের স্ত্রী আনিছা বেগম(৩০) ও একই গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের পুত্র মো. মনিরুজ্জামান(৪০)।

আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর