অধরা শিরোপা কি আজ ধরা হবে?

২০০৬ থেকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। কিন্তু এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে জিততে পারেনি শিরোপা। দু’বার সুযোগ এসেছিল।তবে হোচট খেয়েছে টাইগাররা।এবার তৃতীয়বার। তিনবারের সময় তো সবাই পারে।এবার পারবে কে সাকিব বাহিনী।উত্তর মিলবে রাতে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।আর আজ রাশিদ-নবীদের হারাতে পারলেই মাইলফলক স্পর্শ করবে সাকিব-আফিফরা।

চলতি সিরিজে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই ফাইনালে গেছে সাকিবের দল।নিজ দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচেই জয় কুড়ায় সাকিব আল হাসানের দল। কিন্তু শক্ত প্রতিপক্ষ আফগানদের বিপক্ষে হেরে যায় প্রথম ম্যাচে। যদিও দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায় ফাইনাল খেলা। ফাইনালের আগে দারুণ এক মহড়াই হয়েছে রশিদ খানের দলের বিপক্ষে।
৫ বছর পর আফগানদের হারিয়ে আত্মবিশ্বাসও দারুণভাবে ফিরে পেয়েছে সাকিব বাহিনী। আজ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ধরা দেবে অধরা শিরোপা। দলের নয়া প্রথম কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছেন শতভাগ দিয়ে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে সক্ষম।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ভালো খেলতে হবে আমাদের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে। আমরা ৬০-৭০ ভাগ খেললেই জিতে যাবো এমনটা ভাবার কারণ নেই। তবে আফগানিস্তানকে যদি তাদের ৬০-৭০ ভাগের মধ্যে আটকে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’

উল্লেখ্য, দেশের মাটিতে ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় সুযোগ আসে ২০১৮তে শ্রীলঙ্কায় আয়োজিত নিদাহাস ট্রফিতে। সেবারও ফাইনালে প্রতিপক্ষ ভারতের কাছে হেরে দেশে ফেরে টাইগাররা। আজ বাংলাদেশ দলের সামনে ফের সুযোগ এসেছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জেতার।

খেলা মাঠে গড়ানো পর্যন্ত টাইগাররা থাকুক আপনাদের প্রার্থনায়।একবার ছুঁয়ে নেক শিরোপা।এই হোক সকলের পণ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর