মালয়েশিয়ায় অবৈধ পথে প্রবেশের দায়ে ২০ বাংলাদেশী আটক

বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থানের পরও অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশ করে আটক হয়েছে ২০ বাংলাদেশিসহ ২৪ জন।

শনিবার ২১ সেপ্টেম্বর ভোর আড়াই টা থেকে ৬ টা পর্যন্ত আটকের শিকার হন বাংলাদেশিরা।

মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪ টি প্রাইভেট কারের গতি সন্দেহ হলে আটকের পর চেক করে ২০ বাংলাদেশিসহ ৪ জন স্থানীয় নাগরিকে গ্রেপ্তার করে। আটকের শিকার বাংলাদেশিদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। পুলিশ নিশ্চিত করেছেন তারা সাগরপথে মালয়েশিয়ায় অবৈধ প্রবেশ করেছেন।

পিজিএর ৪ ব্যাটালিয়ন সূত্রে প্রকাশ, সেলাংগার প্রদেশের কুয়ালা লাংগিতয়ের বাংতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করেছে সে দেশের সরকার।

ইতিমধ্যেই ঐ এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আজ আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বাংতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর