আইনজীবীদের সাথে দেখা করতে সুপ্রিম কোর্ট বারে মিন্নি

বিনা পারিশ্রমিকে জামিনের জন্য উচ্চ আদালতে আইনি লড়াই করা আইনজীবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে সুপ্রিম কোর্ট বারে আইনজীবীর চেম্বারে এসেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামী বনে যাওয়া আয়শা সিদ্দিকা মিন্নি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে তার জামিনের পক্ষে থাকা আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে আসেন।

এ সময় মিন্নির সঙ্গে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিন্নি ও তার বাবা বরগুনার আমতলী থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন।

ওইদিন ঢাকায় আসার বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নির মানসিক অবস্থা খুবই খারাপ। পাশাপাশি শরীরে নানা ধরনের রোগের উপসর্গ দেখা দিয়েছে। তার দ্রুত উন্নত চিকিৎসা জরুরি। কিশোর অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে তার মেয়েকে পুলিশ নির্যাতন করেছে। তার দুই হাঁটুতে এখনও ব্যথা। তা ছাড়া রিফাত হত্যায় জড়িয়ে পুলিশ অভিযোগপত্র দেওয়ায় মিন্নি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। তাই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর