আফিফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে থাকে আফগানিস্তান। শফিউল-সাইফুদ্দিনের নিয়ন্ত্রীত বোলিংয়ে মারমূখী হতে পারেননি আফগান ওপেনাররা। যদিও শফিউলের বলে রাহমানুল্লার সহজ ক্যাচ মিস করেন মাহমুদুল্লাহ। ক্যাচ মিসের পর কিছুটা আক্রমণাক্তক হয়ে উঠে দুই আফগান ওপেনার।

শেষ পর্যন্ত এই দুজনের জুটি ভাঙেন আফিফ। নিজের প্রথম ওভারেই কোনো রান না দিয়ে তুলে নেন দুই উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৭৫ রান।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব। গত ম্যাচের চমক আমিনুল খেলেছেন না আজকের ম্যাচে। তার জায়গায় খেলছেন সাব্বির রহমান।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান,মোহাম্মদ সাইফুদ্দীন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর