চট্টগ্রামে বন্দুকযুদ্ধে খুনের আসামি নিহত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ রাসেল নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছে।

চান্দগাঁও থানাধীন পাঠানিগোদা জেলে পাড়ায় শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঢাকা থেকে রাসেলকে গ্রেফতারের পর শুক্রবার চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাকে নিয়ে জেলে পাড়ায় আজাদ নামে হত্যা মামলার আরেক আসামিকে ধরতে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাসেল। ঘটনাস্থল থেকে কার্তুজসহ এলজি, একটি ছুরি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাবল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ১৫ সেপ্টেম্বর প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে খুন হন স্যাটেলাইট টিভির ক্যাবল ব্যবসায়ী মোহাম্মদ জিয়াদ। জিয়াদের পরিবার এ ঘটনায় রাসেল, আরমান ও আজাদ নামে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর রাউজান থেকে আরমানকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর