শেরপুর চালক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা

শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আরিফ রেজা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে হোসেন আলী ও কার্যকরী সভাপতি পদে ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত শুক্রবার শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোসেন আলী পেয়েছেন ১ হাজার ৬৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী মাহমুদ পেয়েছেন ৮৩২ ভোট। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত ফারুক আহম্মেদ পেয়েছেন ১ হাজার ৪৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর বিষু পেয়েছেন ৮৬৬ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. বাদশা মিয়া, সহসাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক মো. আবুল কালাম সরকার, দপ্তর সম্পাদক মো. আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য মো. ফারুক হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার আবুল মানসুর স্বপন জানান, নির্বাচনে সংগঠনের ৩ হাজার ৪২৫ ভোটারের মধ্যে ২ হাজার ৫৬৬ জন ভোট দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর