ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুজ্বরে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা হাসপাতালের উপ পরিচালক লক্ষী নারায়ন মজুমদার।
তিনি বলেন, গত ১৩ সেপ্টম্বর রাতে ডেঙ্গুজ্বর নিয়ে ফাতেমা আক্তার ময়মনসিংহ মেডিকেলের ১২ নাম্বার ওয়ার্ডে মেডিসিন বিভাগে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর থেকে তাকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত ফাতেমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী মারা গেলো ৮ জন। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে একজন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২৪জন রোগী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর