ডিসকোবারে অভিযান, ১২ তরুণীসহ আটক-২০

গাজীপুরের টঙ্গীতে এক ‘ডিসকোবারে’ অভিযান চালিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তরুণী ও খদ্দেরসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়। জব্দ কারা হয় বিপুল টাকাসহ মাদকদ্রব্য।

অভিযানকালে ভবনের তিনতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে বিদ্যুতের তারে পড়ে হোটেলের এককর্মী ঝলসে দগ্ধ হয়। এ ছাড়া একই থানা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে মাদকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় আটককৃতরা হলো : পলাশ (৪০), জুয়েল রানা (৩২), রাফি রহমান (৪২), আদনান (৩০), ইয়াছিন (২৮), আলিম মোল্লা হোসেন (৩৮), অঞ্জনা আক্তার (২০), আঁখি (২০), জান্নাত (২৩), রিয়ামনি (২০), নিশা (২০), সাথী আক্তার (২০), অঞ্জনা আক্তার নুপুর (২৪), আফরিন (২০), মনি (২০), জিন্নাত আক্তার (৩০), কলি আক্তার (২০) ও ফারিয়া আক্তার (২২)।

পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার শরীফ কিয়াম উদ্দিন মাস্টার রোডের জাভান আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ডিসকোবার পরিচালিত হয়ে আসছিল। হোটেলের ম্যানেজার রিয়াজ শাহেদ বাবু, নাচ গান ব্যবস্থাপক জসিম উদ্দিন ও মুনসুর আহমেদের নেতৃত্বে এ ডিসকোবার পরিচালনা করছিলেন। ডিসকোবারে প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত ধরে অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ গান পরিচালিত হতো। এতে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।

এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাত আড়াইটায় টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন ও ইন্সপেক্টর (অপারেশন) বাবু সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ ওই ডিসকোবারে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১২ জন তরুণী ও পতিতা এবং ছয়জন খদ্দেরসহ ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ওই ডিসকোবার থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার এবং এক লাখ পাঁচ হাজার টাকা জব্ধ করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে হোটেল মালিক মো: বাদল শেখ জানান, আমার হোটেলে বারের সরকারি অনুমোদন রয়েছে। এ সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী হোটেলে অভিযান চালিয়ে মালামাল নিয়ে গেছে।

অপর দিকে একই রাত ১২টায় টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশী মদসহ মিলন (৪০) ও মহসিনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। উভয় ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর