শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের থানা প্রাঙ্গণ থেকে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।

বিডি ক্লিন শেরপুর : ছবি বার্তা বাজার

বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, মানবাধিকার কর্মী শামীম হোসেন, নাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, আমাদের আইন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নুরে আলম চঞ্চল, সাংবাদিক তারিকুল ইসলাম, সংগঠনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম, বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে থানার সামনে থেকে নকলা সিএনজি স্টেশনের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর