শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন

শেরপুর জেলার ঐহিত্যবাহি শেরপুর পৌরসভার চার দিনব্যাপী ১৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল সোমবার বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শান্তির দূত পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

শেরপুর পৌর সভার আয়োজনে ও সার্ধশত বার্ষিকী পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।

বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এ টি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মুন্না ও সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঝিনাইগাতী উপজেলা পরিষদে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এএসএম ওয়ারেজ নাঈম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা পারভীন, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি মোঃ মাসুদ, প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, পৌর সভার বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আগামি বৃহস্পতিবার ৪ এপ্রিল চার দিনব্যাপী পূর্তি উৎসব শেষ হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর