চট্টগ্রামে শেখ রাসেলের নামে নির্মাণ হচ্ছে শিশুপার্ক

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বঙ্গবন্ধুর সর্ব কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেলের নামে শিশুপার্ক নির্মাণ করতে চলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম রেলওয়ে আমবাগান এলাকায় শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন জায়গার ওপর নির্মিত হবে পার্কটি। পার্কটিতে থাকবে শিশুদের খেলাধুলার ব্যবস্থা সহ প্রাপ্ত বয়স্কদের বিনোদনের সকল আধুনিক ব্যবস্থা।

পাহাড় ও গাছ গাছালির সবুজ সমারোহে ঘেরা রেলওয়ে জাদুঘরের নিচে নির্মিতব্য পার্কটি তৈরিতে ব্যয় হবে ৩ কোটি ৬০ লাখ টাকা।

উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় একনেকে অনুমোদন হওয়া চসিকের ১২০ কোটি টাকার বাজেটে এ পার্কের অর্থায়ন অন্তর্ভুক্ত। এ পার্ক নির্মাণের কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনজেডএইচ (জেবি)।

ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু সালেহ, প্রকৌশলী গোফরান উদ্দিন, সহকারী প্রকৌশলী অলি আহমদ, উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর