ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল।তিনি উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল হাকিমের ছেলে

বিজিবি জানায়, উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল হাকিমের ছেলে কামালসহ একদল গরু ব্যবসায়ী আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। রাতে হরিপুর উপজেলার ৩৭০ নম্বর পিলার এলাকায় অবৈধ কার্যক্রমের সময় ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর পিটিয়ে আহত করে। এ সময় বাকি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে কোনো রকমে কামাল বাংলাদেশে ফেরত আসলে বাসায় মারা যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামিউন নবী বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর