কুমিল্লায় গাছে-গাছে বিয়ে!

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করেছে লাল-সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।ছোট্ট শিশুদের গাছের চারা রোপনে উৎসাহিত করার জন্য ‘গাছে-গাছে বিয়ে’ নামক ব্যানারে কাজ করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের হাতে নানা ধরনের ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া গাছের প্রতি ভালোবাসা বাড়াতে গাছে-গাছে ব্যতিক্রমধর্মী প্রতীকী বিয়ের আয়োজন করা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর