নদীর নাম সুবন্ধী’দুপাশের মানুষের আর্তনাদ শোনার কেউ নাই

হঠাৎ দেখলে মনে হবে কোন এক সবুজ মাঠ। আসলে এটি একটা নদীর দৃশ্য। শুনে হয়তো চমকে উঠবেন। সত্যিই এ এক নদী, যার নাম সুবন্ধী নদী। বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে এই মরা নদীর দুর্বল স্রোত।

বছর ১৫ আগেও এই নদীর ছিল প্রবাহ। ছিল জোয়ার ভাটা, ছিল যৌবন। নদীতে চলত ইঞ্জিনের নৌকা। যা অত্র অ লের মানুষের আমতলী বাজারের সাথে যোগাযোগ করতে একমাত্র নৌপথ ছিল। কিন্তু নদীর এক পাশে বাঁধ নির্মাণ করাতে স্রোত হারায় সুবন্ধী। তারপর থেকে দুপাশের মানুষে হাহাকার বাড়তে থাকে। কচুরিপানার কারনে নদীটি হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী। এলাকাবাসীর দাবি, নদীর প্রান ফিরিয়ে দিতে, কচুরিপানা অপসারণ করা দরকার। কিন্তু কেউই শুনছে না তাদের আর্তনাদ। কয়েকবার মানববন্ধন মিছিল মিটিং করেও মেলে নি কোন সুরাহা। নদীটির উপর কয়েকটা ব্রিজও আছে। অথচ নদীতে নেই কোন পানি। যতদূর চোখ যায়, সবুজ আর সবুজ।

গ্রামবাসীর দাবি, সুবন্ধীতে আবার ঢেউ ফিরুক, আবার ইঞ্জিন চালিত নৌকার আগমনে ব্যস্ততা ফিরুক তাদের গ্রামগুলাতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর