দারুণ অভিষেকের পরপরই সিরিজ শেষ আমিনুলের!

স্বপ্নের অভিষেক হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের। কিন্তু রঙিন এই শুরুটা তার উপভোগ করা হলো কোথায়! ম্যাচ শেষেই বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনারকে যেতে হয়েছে ক্লিনিকে। বাঁ হাতে পড়েছে তিনটা সেলাই। দুর্দান্ত শুরু করা করা আমিনুলের সিরিজ অনেকটাই শেষ!

কাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ফলো থ্রুতে বল ধরতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন আমিনুল। যদিও সকালে যখন আমিনুলের সঙ্গে কথা হলো চোট নিয়ে তাকে খুব একটা চিন্তিত মনে হলো না, ‘বাঁ হাতে ব্যথা লাগছে। ক্লিনিকে যেতে হয়েছিল, খেলতে গেল একটু লাগে। ব্যথা এখন কমেছে। দেখা যাক কী হয়।’

ব্যথা কমলেও আমিনুলের হাতে যে সেলাই, তা নিয়ে খেলা কঠিনই। সেলাই খুলতেই লেগে যেতে পারে প্রায় এক সপ্তাহ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘কাল রাতে ওকে সেলাই দেওয়া হয়েছে। এখন ব্যান্ডেজ করা আছে। খুলতে সময় লাগবে। অনেক সময় সেলাই নিয়ে খেলা যায়। তবে দু-এক দিন তো দেখতে হবে। সিরিজ এখন যে পর্যায়ে আছে, দু-একদিন দেখতে গেলে তো তার খেলার সম্ভাবনা ক্ষীণ।’

আমিনুলের বাঁ হাতে চোট ছিল আগেই। কাল তিনি সেখানে আবার ব্যথা পেয়েছেন। আর এতেই অনেকটাই শেষ হয়ে গেছে সিরিজ। দুর্দান্ত শুরুর পর আজ সকালেও বলছিলেন আন্তর্জাতিক অভিষেক এতটা ভালো হবে, নিজেও ভাবতে পারেননি, ‘কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বাংলাদেশ দলে খেলার স্বপ্ন সেই ছোটবেলা থেকে দেখছি। তবে এতটা চিন্তা করিনি যে এভাবে স্বপ্নটা পূরণ হবে।’

স্বপ্নের অভিষেকের পরই ছিটকে যাওয়া—আন্তর্জাতিক আঙিনায় এসে স্বপ্ন-দুঃস্বপ্ন দুটির সঙ্গেই পরিচয় হয়ে গেল আমিনুলের।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর