ঢাকা ক্যাসিনোদের শহরে পরিণত হয়েছে: ড. মঈন খান

ঢাকা ক্যাসিনোদের শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি উপলক্ষে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঈন খান বলেন, আমরা শুনেছিলাম, বাংলাদেশকে না কি সিঙ্গাপুর বানাবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা শুধু সিঙ্গাপুর নয়- ঢাকাকে সিঙ্গাপুর থেকে এক ধাপ উপরে আমেরিকার লাস ভেগাসে পরিণত করেছে। যে লাস ভেগাস হচ্ছে জুয়াড়িদের শহর।

তিনি বলেন, তৎকালীন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। সেই মসজিদের শহর আজকে ক্যাসিনোদের শহরে পরিণত হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা উল্লেখ করে মঈন খান বলেন, খালেদা জিয়াকে আজকে তার মৌলিক অধিকার (সুচিকিৎসা) থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে। তাই আজকে আমাদেরর প্রতিবাদ করতে হবে। যাতে বেগম জিয়ার মৌলিক অধিকার কেউ ছিন্ন করতে না পারে।

সরকার কেনো বেগম জিয়াকে তার জামিনের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে- সেই জবাব ক্ষমতাসীনদের দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্যে রাখেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর