এপ্রিলে বয়ে যেতে পারে আরও ৩ ঝড়

চলতি এপ্রিলে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের আরও তিনটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের

তিনি জানান, এপ্রিলে সাধারণত আবহাওয়া বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। এ সময় বৃষ্টিপাত ছাড়াও সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবুল কালাম জানান, এপ্রিলে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায় ৪৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় এর মাত্রা ছিল ৩৮ মিলিমিটার। ঢাকা ছাড়াও তাড়াশে এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর