ছাত্রদল কাউন্সিলের ভোট গ্রহণ প্রায় শেষ, ফল রাতেই

ছাত্রদলের শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন কাউন্সিলররা। আজ বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে বিদ্যুত না থাকায় ভোট গ্রহণের স্থান পরিবর্তন করা হয়।

সূত্র জানায়, ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভোট গ্রহণ শেষে গণণার কাজ শুরু হবে। এরপর রাতেই ফল ঘোষণা করা হতে পারে।

তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন ১৮ জন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর