সাভারে নয় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় তদারকি এবং মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৯টি ফার্মেসিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার (পহেলা এপ্রিল) এ অভিযান (বাজার তদারকি) চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল বার্তা বাজার কে জানান, ঔষধের ফার্মেসী তদারকি অভিযানে ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় তদারকি এবং ৯টি ফার্মেসিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত তদারকি কাজে আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন-১ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর