বহিষ্কারাদেশ তুলে নেয়া হলো জিনিয়ার

বহুল আলোচিত বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়েছে৷ আজ মঙ্গলবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দীন আহমদের স্বাক্ষরিত অফিস আদেশে এটা জানানো হয় ৷

উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর লেখালেখি এবং প্রশাসনকে বিব্রতকর করার চেষ্টার জন্য সাময়িক বহিষ্কার করা হয়৷

সেই প্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীদের ক্ষমা চেয়ে আবেদন এবং বিভাগীয় একাডেমিক কমিটি তথা বিভাগের সকল উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার জন্য জিনিয়ার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন দিয়েছেন৷

শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় এনে এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আবেদন আমলে নিয়ে ফাতেমা-তুজ-জিনিয়ার বিরুদ্ধে যে সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহার করা হলো৷

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ফাতেমা-তুজ-জিনিয়াকে উপাচার্যের ফেসবুক আইডি হ্যাক ও প্রশাসন সম্পর্কে ফেসবুকে খারাপ মন্তব্য করার দায়ে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর