শ্রীবরদীতে ফল উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প (সংশোধিত-১) এর আওতায় “বাণিজ্যিক ফল বাগান স্থাপন ও বাগান ব্যবস্থাপনা, খাটো জাতের নারিকেলসহ অন্যান্য ফলের চাষাবাদে কলাকৌশল” শীর্ষক একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বুধবার শেরপুর কৃষি অধিদপ্তরের নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টার আয়োজিত শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে ফ্যাসিলেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ ড. মো. শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান। এতে ৫০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে ফল ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর