মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন কেন অবৈধ নয়

মন্ত্রিপরিষদের সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তাদের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রোববার জনগণের ট্যাক্সের টাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়াসহ চারজন আইনজীবী রিটটি দায়ের করেন।

এ বিষয়ে রিটকারী আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর পদে দায়িত্ব পাওয়ার পর জাহিদ মালেক স্বপন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে সরকারি অর্থ খরচ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজের নামে শুভেচ্ছা জানিয়েছেন। এতে করে জনগণের টাকা খরচ করে তিনি আইন অমান্য করেছেন।

আইনজীবী আরো বলেন, ব্যক্তিগতভাবে যে কেউ নিজের টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে পারে। কিন্তু সরকারি অর্থ খরচ করে ব্যক্তির নামে বিজ্ঞাপন দেওয়া অবৈধ। আদালতে এ বিষয়ে রিট করলে আদালত রুল জারি করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর