সাকিবের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। টসে হেরে ব্যাটিংয়ে আসেন দুই ওপেনিং ব্যাটসম্যান অভিষিক্ত নাজমুল হাসান শান্ত এবং অভিজ্ঞ লিটন দাস।

দেখে শুনেই শুরু করেন এই দুই ব্যাটসম্যান। অনেকটা বিদ্ধ্বংসি ব্যাটিং শুরু করেন লিটন। লিটনের বিদ্ধ্বংসি শুরুর পরিবর্তে বেশিক্ষন মাঠে থাকতে পারেন নাই শান্ত।

দলীয় ৪৯ রানের মাথায় ব্যাক্তিগত ১১ রান নিয়ে বলে জার্ভিসের আউট হন নাজমুল হাসান শান্ত। শান্তর বিদায়ের পর একই পথে হাঁটেন দারুন শুরু করা লিটন।

দলীয় ৫৫ রানের মাথায় ব্যাক্তিগত ২২ বলে ৩৮ রান নিয়ে আউট হন লিটন। লিটনের বিদায়ের পর মাঠে আসেন মুশফিক। সাকিবকে সাথে নিয়ে দেখে শুনে খেলেন মুশফিক। কিন্তু হটাৎ খেই হারিয়ে ফেলেন সাকিব। দলীয় ৬৫ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে আউট হন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৭৬ রান। এর আগে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানরে বিপক্ষে ১৬৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর