শেরপুরে নারী উদ্যোক্তাদের ই-মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর নারী উদ্যোক্তাদের নিয়ে ই-মার্কেটিং বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহায়তায় শিফট-এমডিআরএম কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা শহরের রঘুনাথবাজার থানার মোড় হোটেল আয়সার ইন মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন, ইউএনসিডিএফ প্রতিনিধি তানজিম ফেরদৌস। এতে শেরপুর উইমেন চেম্বারের ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মুদি দোকানী এবং তাদের ব্যবসার উন্নতির জন্য চাহিদাভিত্তিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, আধুনিক ব্যবসায়ীক কৌশল ও নতুন নতুন উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর