বেরসিক ওসির কাণ্ডে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ

চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী।এরপর অনিয়মের বিষয়ে জানাতে মোটরসাইকেল নিয়ে থানায় গিয়েছিলেন স্থানীয় এলাকাবাসী। আর সেখানে ঘটল লঙ্কাকাণ্ড।প্রতিবাদী ব্যক্তিদের অভিযোগ শুনার বিপরীতে তাদর মোটরসাইকেল জব্দ করেছেন ওসি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বোয়ালখালী থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এলাকার অর্ধশতাধিক যুবক মোটর সাইকেলের বহর নিয়ে থানায় আসে। এ সময় তিনি এসব মোটরসাইকেল আটক করার নির্দেশ দেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে তারা এসেছেন তা সমাধানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারকে (জিএম) বলা হয়েছে। তবে এভাবে শোডাউন সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। তাই মোটরসাইকেলগুলো আটক হয়েছে। তাছাড়া এ সময় তাদের মধ্যে কারও কারও হেলমেট ছিল না বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর