চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ মালামাল সহ আটক ৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকার মোবাইল সেট, সিগারেট ও মদ জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মহিউদ্দিনের লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তল্লাশি করে ৮০ কার্টন (১৬ হাজার শলাকা) বিভিন্ন ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। মহিউদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

আরেকদিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯৫২১ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের লাগেজে ৭৯টি মোবাইল সেট পাওয়া যায়। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়।
এ ছাড়া একই ফ্লাইটের আরেকজন যাত্রীর কাছে ১৩টি মোবাইল সেট ও ৭ লিটার মদ জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান আমিনুল ইসলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর