মিরপুরে ফরহাদ রেজার তাণ্ডব, দ্রুততম ফিফটির রেকর্ড

নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের একসময়কার পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দুর্দান্ত আগমনী বার্তার পর সেভাবে মেলে ধরতে পারেননি ঠিকই, কিন্তু ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্বার রাজশাহীর ৩২ বছর বয়সী এ লড়াকু ক্রিকেটার।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারই এক ঝলক দেখালেন ফরহাদ রেজা। ভেজা পিচে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং করা যতটা দূরহ মনে হয়, ঠিক ততটাই সহজভাবে করেছেন তিনি। মাত্র ১৮ বলে হাঁকিয়েছেন ফিফটি।

বৃষ্টি ও ভেজা উইকেটের কারণে ২৬ ওভারে নেমে আসা ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ফরহাদ। ১৯তম ওভারের প্রথম বলে উইকেটে এসে সাজঘরে ফিরেছেন ২৫তম ওভারের শেষ বলে।

মাঝের ৬ ওভারে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব পেয়েছে ৭৫ রান। যার মধ্যে মাত্র ২০ বলে খেলে ৫৬ রান করেছেন ফরহাদ রেজা। ইনিংসের ২৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেছেন নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম ফিফটি।

মাত্র ১৮ বলে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ডবুকে তোলপাড় করেছেন ফরহাদ। নাজমুল হোসেন মিলনের ১৯ বলে করা ফিফটির রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। প্রায় ৩৫ মিনিটের ইনিংসে ৩টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকিয়েছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক।

ফরহাদ রেজার এমন তাণ্ডবের দিন রান করেছেন অন্যরাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইমরানউজ্জামান ৫৪ বলে ৭৫, ওপেনার সাঈফ হাসান ৪০ বলে ৩৬ এবং তিন নম্বরে নামা সাদ নাসিম ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেললে নির্ধারিত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম দোলেশ্বর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর