ঢাকা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে কুইজ ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে ঢাকা কলেজ ।

১৬মার্চ শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজের সকল ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং
১৭মার্চ রবিবার সকাল ৮.৩০মিনিটে কলেজ প্রাঙ্গণে শিশু সমাবেশ ও শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১০.৩০মিনিটে টিচার্স লাউঞ্জে সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন,
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এবং প্রফেসর শামীম আরা বেগমসহ সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এছাড়াও ৯টা থেকে ১.০০টা পর্যন্ত ঢাকা কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থীর চিত্র প্রদর্শন করা হয়। সকল ছাত্ররা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর