১৩২ বস্তা ‘সরকারি’ চালসহ গুদাম মালিক আটক

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ১৩২ বস্তা সরকারি চালসহ আব্দুল হক শেখ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো. আব্দুল হক শেখের মালিকানাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত চাল যাচাই-বাচাই শেষে রাত ৯টার দিকে চালসহ আটক আব্দুল হক শেখকে থানায় নিয়ে আসে পুলিশ।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলা বাজার সংলগ্ন আব্দুল হক শেখের মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমাণ চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে। সরকারি এসব চাল গুদামে রাখার ব্যাপারে আব্দুল হক শেখ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, গুদাম মালিক আব্দুল হক শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গুদাম মালিক ও চালের মালিকানা দাবি করা আব্দুল হক শেখ জানান, তিনি খাদ্য গুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসেবে ওই চাল উপজেলার শ্রীরামাকঠী গুদাম থেকে সোমবার দুপুরে এনেছেন।

তবে শ্রীরামাকাঠী খাদ্য গুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানি মৃধা বিষয়টি অস্বীকার করে জানান, এ চাল তাদের খাদ্য গুদামের নয়। এমন কী তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজী আকতার বলেন, ঘটনাটি আমি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর