ইবিতে “ডেঙ্গু বিস্তারের কারণ ও করনীয়” শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান অনুষদের নিচতলায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সোমবার “ডেঙ্গু বিস্তারের কারন ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দের এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন, মশা-মাছি মানব প্রজাতির ক্ষুদ্রতম শুক্র। একটি এডিস মশা একবারে ১৩০টি ডিম পাড়ে। তাই কিভাবে এডিস মশার ডিমটি নষ্ট করা যায় সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, বৈশিক উষ্ণতার কারনে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শীত প্রধান অঞ্চলের কোথাও কোথাও আজ মরুভুমিতে পরিণত হচ্ছে। তিনি আরো বলেন, মানবজাতির এই ক্ষুদ্র শক্রকে সমুলে নিধন করা যায় কিনা এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক, ডাঃ নজরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, ড. নওয়াব আলী খান প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর